যদি অাবার কোনদিন দেখা হয় তোমার সাথে,
অামি তোমার চোখে চোখ রেখে এক মিনিট পলকহীন
নিঃশ্বাসবন্ধ করে সরাসরি বলে্ই ফেলবো, অাই লাভ ই্উ।
যদি অাবার কোনদিন সুযোগ হয়-ফেসবুকের মেসেঞ্জারে
গভীর রাতে চ্যাট করার-শুদ্ধ ও অাঞ্চলিক ভাষাকে গুলিয়ে গায়ের মানুষের মত লাজ স্মরম ভুলে
বলেই ফেলবো"" তুমি মিশে অাছো নিঃশ্বাসে।
যদি কখনো ইমেইল চেক করার ছলে -দেখি তোমার চিঠি
বিশ্বাস করবে কিনা জানি না -নানান রঙের অক্ষর দিয়ে
দেশ বিদেশের ট্যাটু গেঁথে নির্লজ্জের মত লিখে দেবো
তোমায় অামি অনেক অনেক ভালবাসি।
অার যদি বিধাতা সুযোগ দেয় -তোমার সাথে মিলনের
ফুলের পাপড়ি বিছিয়ে বানাবো তোমার রঙিন গালিচা
রজনী গন্ধা থেকে সৌরভ নিয়ে ছড়িয়ে দেবো অাসার পথটা।
বলবো তোমায় --জীবনের শেষ স্বপ্নটাই তুমি।
লিখেছেন দৈনিক আজকের দুর্নীতি সম্পাদক