দৈনিক সত্যের খোঁজে আমরা
পিরোজপুর প্রতিবেদকঃশেখর মজুমদার
স্বরূপকাঠির কামারকাঠি এলাকার এনজিও মালিক সজল চন্দের (৩২) মৃতদেহ পাওয়া গেছে ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম কাপরকাঠি এলাকার পেয়ারা বাগানে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পেয়ারা পাড়তে গিয়ে বাগানে তার লাশ দেখতে পায়। তারা এলাকার চেয়ারম্যান মজিবুর রহমানকে খবর দিলে তিনি পাশ্ববর্তী আটঘর কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদারকে খবর দেন। একই সাথে ঝালকাঠি থানায় খবর দিলে ওসি মো. খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঝালকাঠি থানায় নিয়ে যায়।সজল চন্দের খালাত ভাই অসীম চন্দ জানান, সজল কামারকাঠি গ্রামের মৃত পঙ্কজ কুমার চন্দের ছেলে। সে দক্ষিণ বাংলা ঋনদান সমব্যায় সমিতির মালিক। বুধবার থেকে সে নিখোজ ছিল। তার বড় দুই ভাই ও স্ত্রী রয়েছে।
আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার জানান, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের ফোন পেয়ে এলাকায়, এলাকার চৌকিদারকে নিয়ে ঘটনা স্থল স্বরূপকাঠি উপজেলার সীমান্তবর্তী কাপরকাঠী গিয়ে লাশ দেখে তিনি চিনতে পেরে এলাকায় খবর দেন। তার গলায় হাতের আঙ্গুলের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝালকাঠী সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, ঝালকাঠি সদর ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সীমান্তবর্তী এলাকায় অত্যান্তো নির্জন পেয়ারা বাগান। তার গলায় হাতের আঙুল চিহ্ন রয়েছে। সাথে থাকা ব্যাগে টাকা ও মোবাইল পাওয়া গেছে। তার ভাই নিতাই চন্দ লাশ সনাক্ত করেছেন। সুরতহাল তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠীতে নেওয়া হয়েছে।
শেখর মজুমদার
পিরোজপুর প্রতিনিধি