চেয়ারম্যানও আওয়ামী লীগের সভাপতি
ইয়াছিন লিটন
আপনাদের সামনে মুল্যবান ভোট প্রার্য় রম্যান বলেন….
আমি জনগণের মনোনিবেশে জুড়ে থাকতে চাই,তাদের সমর্থন এবং দোয়া পেতে চাই।আমি একটি আধুনিক উপজেলা গড়তে আমার পূর্বের অভিজ্ঞতা এবং কাজের মাধ্যমে দৌলতখান উপজেলা কে একটি স্মার্ট ও উন্নত অঞ্চল হিসেবে গড়ে দেওয়ার চেষ্টা করব।আমি এই অঞ্চলের মাটিও মানুষের আত্নার সাথে মিশে গেছি।
তিনি আরো বলেন,আমি একজন জাতীয় নেতা জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয় তথা দৌলতখান বোরহান উদ্দিন মাটিও মানুষের নেতা জনাব আলী আজম মুকুল এমপি মহোদয়ের স্নেহ আর্দশ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকার জন্য কাজ করে আসছি।
আপনিও ইয়াছিন লিটন চেয়ারম্যান কে আপনার সাপোর্ট দিন,এবং সমৃদ্ধির দিকে তাকে এগিয়ে নিয়ে যান। আপনার সমর্থন এবং দোয়ায় দৌলতখান উপজেলা কে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।