হবিগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ও আমেরিকান প্রবাসী রাজু আহমেদ এর রাজু ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শুক্রবার বিকালে বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখা কার্যালয়ে অসহায় হতদরিদ্র দিনমজুর কর্মহীন পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দেশ বরেণ্য সাংবাদিক ফরিদ খান। এ সময় প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, পেশাদারিত্বের পাশাপাশি সকল বিভাগের জেলা, উপজেলায় এ ধরনের মানবিক কাজে এলাকার সামর্থ্যবানদের সাথে নিয়ে অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক ড. এডভোকেট আবু তাহের, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্ট আঃ মোঃ তাজুদুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক
শেখ আব্দুল কাদির কাজল, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হান্নান আহমদ, রাজু ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবলু আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগীয় শাখার সভাপতি মোঃ রুমান আহমদ, সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুফাদ আহমদ মুরাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।