হযরতের গাউছিয়ত স্বীকৃতি

হযরতের গাউছিয়ত স্বীকৃতি


——-++——-++———-

হযরত শাহসুফি মওলানা সৈয়দ দেলাওর হোসাইন সাহেব বলেন, শৈশবে একদা আমি খেলার ছলে বাড়ির আঙ্গিনায় গান করিতেছিলাম।

 গাউছে মাইজভাণ্ডার, মুজহে সরবত পেলাদো
  তিষ্ণেগিয়ে দেলকো মেরে, আজ ভোজা দো।
  আফছরে লাহুত হো তোম, মালেকে মলকুত
  ইন ছবকা তামাসা মোজহে, আয় মাওলা দেখা দো।

                  ইত্যাদি–(মৌলানা হাদী রচিত)

এই সময় হযরত সাহেব কেবলা আন্দরবাড়িতে গদী শরীফে বসিয়াছিলেন। আমার গান শুনিতে পাইয়া খাদেমকে ডাকিয়া আদেশ দিলেন, ‘দুধের সরবত বানাও’। তারপর আমাকে ডাকিতে লাগিলেন। আমি লজ্জিত হইয়া হযরতের সামনে আসিয়া দাঁড়াইলাম। হযরত আমাকে হাসিতে হাসিতে বলিলেন- ”দাদা ময়না সরবত খাইবেন”?

হযরতের সামনে একজাম দুধের সরবত দেওয়া হইল। প্রথমে তিনি নিজে কিছু সরবত গ্রহণ করিলেন। বাকী সরবত একবার তিনি পান করেন, কিছু আমাকে পান করান। বাকী সরবত অন্যান্যদের বিলাইয়া দেওয়া হয়।

তথ্যসূত্র :- গাউসুলআজম মাইজভাণ্ডারীর জীবনী ও কেরামত গ্রন্থ

গ্রন্থকার :- খাদেমুল ফোকরা, অছি এ গাউসুলআজম মাওলানা শাহসূফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) কর্তৃক সংগৃহীত নোটমূলে অনুলেখক মৌলানা মোহাম্মদ ফয়েজ উল্লাহ্ ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *