মোঃ ওয়াজ কুরনী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতা -২০২৩ উপজেলা পর্যায়ে বালিকাদের ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কোকতাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ। অন্য দিকে বালিকাদের হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ ও রানার্সআপ হয়েছে ডাঙ্গাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
সোমবার ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়।
বালিকাদের খেলার উদ্বোধন করেন হাকিমপুর হিলি পৌর সভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল পৌর মেয়র মিনহাজুল ইসলাম লিটন, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা কামাল, কোকতাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত রতন কুমার সরকার, পাইলট হাইস্কুলের শারীরিক চর্চা শিক্ষক ও খেলা উপ-পরিচালনা কমিটির আহবায়ক তারেক, আলিহাট ইউনিয়নের খেলা উপ-পরিচালনা কমিটির আহবায়ক মামুনুর রশীদ, খট্রামাধবপাড়া ইউনিয়নের আহবায়ক রায়হান কবির, বোয়ালদাড় ইউনিয়নের আহবায়ক গোলাম আযম, সদস্য শিক্ষক রবিউল ইসলাম, মনজুরুল ইসলাম, খায়রুল আলম, মোস্তাফিজুর রহমান, শামিমা খাতুন, শাহাজাদী প্রধান, কাওসার রহমান, গোলাম রব্বানী, সাংবাদিক হালিম আল রাজিসহ আরও অনেকে।
পরে বালিকাদের ফুটবল এর ফাইনাল খেলায় কোকতাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ১-০ গোলে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ কে হারিয়ে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। এর আগে কোকতাড়া হাইস্কুল বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।
অন্য দিকে বালিকাদের হ্যান্ডবল খেলায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ ১-০ গোলে ডাঙ্গাপাড়া বালিকা বিদ্যালয়ে হারিয়ে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত দল আগামী ১৬ সেপ্টেম্বর দিনাজপুর জেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করবেন।