
দিনাজপুর হিলি প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ বছর মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি প্রধান শিক্ষক মোঃ জামান আলী ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ নওশাদ আলী নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি তৈরির কথা বলেন নেতৃবৃন্দ।
শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নতুন কমিটির ১৫ জনের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক মোঃ আবু উবায়দা মিয়া, সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ শফির উদ্দিন, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সহঃ শিক্ষক মোঃ রেজাউল হক, যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, মাইতুর রহমান, সহ সম্পাদক মোঃ আরিফ হোসেন, প্রধান শিক্ষক আঃ বারেক, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মোঃ নাজমুছ সাহদত, দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সহঃ শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক প্রণব কুমার মন্ডল।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাকিমপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও নির্বাচন কমিটির সদস্য প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাকিমপুর উপজেলা শাখার নির্বাচন কমিশন মোঃ তামিজুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ জামান আলী, সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী, প্রধান শিক্ষিকা মোছাঃ শাহনাজ বেগম হেনা, সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বের কমিটির সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মোঃ মুনসুর রহমান, প্রধান শিক্ষিকা লিপি বেগম, সুলতানা বেগম সহ নবনির্বাচিত কমিটির প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ জামান আলী ও সাঃ সম্পাদক মোঃ নওশাদ আলী বলেন, ইতিপূর্বে ও আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ন্যায দাবি ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করেছি। শিক্ষকরা আমাদের ভালোবেসে দ্বায়িত্ব দিয়েছে। আগামীতে যে কোন বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা উপজেলার সকল প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা আহবান করছি।
হাকিমপুর উপজেলা শাখার নির্বাচন কমিশন মোঃ তামিজুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এটি একটি শিক্ষকদের সংগঠন। এখানে পদে থেকে কেউ লাভবান হবেন এরকম চিন্তা থাকলে আমার অনুরোধ আপনারা কমিটিতে আসবেন না। এই সমিতির যারা নেতৃত্ব দিবেন আপনারা সকলে হাকিমপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকাদের ন্যায দাবি এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনি তফশিল অনুযায়ী আজকে নির্বাচনের দিন ছিলো। যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই সেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হবে।
আলোচনা সভা শেষে নির্বাচন কমিশন মোঃ তামিজুল ইসলাম ৫১ সদস্য কমিটির মধ্যে ১৫ জনের নাম ঘোষণা করেন এবং আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি তৈরির আহবান জানান।