চাঁদপুরের হাজীগঞ্জ পুলিশ অভিযানে চালিয়ে ৫ শ পিস ইয়াবা’সহ ৮ মাদক মামলার আসামী আক্তার হোসেন জনি (৩২) কে গ্রেফতার করেছে হাজিগন্জ থানা পুলিশ।
সোমবার ৪ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজিগঞ্জ থানার পুলিশের উপ -পরিদর্শক মোহাম্মদ মেজবাহুল আলম চৌধুরী, প্রভাকর বড়ুয়া সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভার রান্ধুনীমুড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ শ পিস ইয়াবা সহ পৌর এলাকার কাসারী বাড়ীর একাধিক মাদক মামলার আসামি আক্তার হোসেন জনি ( ৩২) কে আটক করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবদুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।