সত্যের খোঁজ আমরা
মোঃ ওয়াজ কুরনী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার ১ নং চেহেলগাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা আনুমানিক 20 বছর জনসাধারণের ভালোবাসায় চেয়ারম্যান হয়ে আসছেন হাজী দানেশ এর মামলায় ঢাকা হাইকোর্ট থেকে জামিন নেওয়া থাকলেও আজ দিনাজপুর নিম্ন কোর্ট আদালতে জামিন নিতে গেলে .কোট র্তাকে জামিন বাতিল করে.জামিন না মঞ্জুর করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন নিম্নকটেরএক কর্মকর্তা
এদিকে দিনাজপুর জেলা উপজেলা সদর পৌরসহ ১০ টি ইউনিয়নের এবং এক চেহেল গাজী ইউনিয়নে বাসিন্দাসহ তিনারা জানিয়েছেন চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা মিয়া দিনাজপুর জেলা বিএনপির নির্বাচিত জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক,সদর উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং ভালো মাপের রাজনীতিবীদ তিনি ঢাকা উচ্চ আদালতের মাধ্যমে জামিনে ছিলেন আজ দিনাজপুর নিম্ন আদালতে জামিন নিতে গেলে নিম্ন কোট র্তাকে জামির না মঞ্জুর করে দিয়ে দিনাজপুর জেলা কারাগারাগারে প্রেরন করেন।
দিনাজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এড মোফাজ্জল হোসেন দুলাল ও দিনাজপুর জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বখতিয়ার আহমেদ কচি,দিনাজপুর সদর উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সবুজসহ বিএনপির সকল প্রকার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনিসুর রহমান বাদশার জামিন বাতিল করে জেলে প্রেরন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে আনিসুর রহমান বাদশার মুক্তির দাবি জানিয়েছেন !