গত শনিবার (২ জুলাই) দুপুরে নতুন হাটে গিয়ে দেখা যায়, হাটে প্রচুর গরু উঠেছে। দূর-দূরান্ত থেকে ক্রেতাও এসেছেন গরু কিনতে। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে গরুর দর-কষাকষি চলছে। দামে মিললে ক্রেতারা কিনছেন, না মিললে চলে যাচ্ছেন। এদিকে হাটে প্রচণ্ড রোদ থাকায় অনেকে ক্লান্ত হয়ে হাটে থাকা গাছের নিচে বসে পড়েছেন। বগুড়ার দুপচাঁচিয়া থেকে জয়পুরহাটের নতুন হাটে এক জোড়া উন্নত জাতের দেশি গরু এনেছিলেন আব্দুল আজিজ। তিনি গরু দুটির দাম ছয় লাখ টাকা হাঁকিয়েছেন। ক্রেতারা তার গরুর দাম ৫ লাখের বেশি বলেননি। এতে কাঙিক্ষত দাম না পেয়ে তিনি গরু দুটি ফিরিয়ে নিয়ে গেছেন।