মোঃ রিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টার: নোয়াখালী ২ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে ডাকাতি কালে, ৫ জলদস্যুকে নদীতে অবস্থানরত ট্রলারের নাইয়া মাঝিরা আটক করে। এ সময় নাইয়া মাঝিদের ডাক চিৎকারে নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে, আটককৃত জলদস্যুদের আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নেয়।
নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, ২ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৪টায়, সিরাজ মাঝি (৫০), পিতা-মফিজ মাঝি, গ্রাম চরপাতা, পোঃ কাজিরহাট, থানা-দৌলত খাঁ, জেলা-ভোলা সহ ৬ নাইয়া মাঝি নিয়ে মেঘনা নদীতে মাছ ধরে চেয়ারম্যান ঘাট যাচ্ছিল। উক্ত মাঝিরা হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট থেকে অনুমান ২০ কি.মি দুরে,দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরের উত্তরে পৌঁছা মাত্রই জলদস্যু দলের কবলে পড়ে।
জলদস্যু দলের বোটে থাকা ১১ ডাকাত, সিরাজ মাঝির বোটে পিছনের দিক থেকে আক্রমন করে। আক্রমনকালে ডাকাত দলের ৫ সদস্য পানিতে পড়ে যায়। ঐ সময়ে ডাকাতদের ব্যবহৃত বোটটির পাখা নষ্ট হয়ে গেলে অন্যান্য ডাকাতেরা সিরাজ মাঝিকে সহ তার বোটটি নিয়ে পালিয়ে যায়। এ সময় সিরাজ মাঝির বোটের লোকজন ডাকাতের বোটটিতে উঠে যায়। ঐ সময়ে পিছন থেকে আরেকটি বোটের সহযোগিতায় ডাকাত দলের ৫ জন সদস্যকে আটক করা হয়।
আটককালে ডাকাতদের হেফাজত হতে ২ টি দা, ২ টি লোহার পাত এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।