হিলিতে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে দুই মালিকের জরিমানা

হিলিতে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে দুই মালিকের জরিমানা

মো সাব্বির হোসেন বিপ্লব
হিলি

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় করাতকলের হালনাগাদ লাইসেন্স না থাকায় দুই করাত মালিক কে ১৩০০০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে জেলার সামাজিক বন বিভাগের চরকাই রেঞ্জাধীন হাকিমপুর পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারে অবৈধ দুটি করাতকলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
এসময় উপস্থিত ছিলেন, চরকাই রেঞ্জের এ সি এফ তানভীর ইসলাম নাহিদ সহ আরও অনেকে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, দীর্ঘ দিন থেকে অভিযোগ রয়েছে উপজেলার বেশ কিছু করাতকলের হালনাগাদ লাইসেন্স না করেই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের আজ পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারের কাছে দুটি স মিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় হালনাগাদ লাইসেন্স না থাকায় করাতকল বিধিমালা ২০১২ এর ধারামতে স মিলের মালিক মোঃ মিজানুর রহমান কে ৫ হাজার টাকা এবং একই অপরাধে চার ভাই স মিলের মালিক মোঃ মামুনুরi রশীদ কে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
এছাড়া লাইসেন্স করার ও প্রয়োজনীয় রেজিস্টার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *