দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর, শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন শেষে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।
এসময় হাকিমপুর ইউএনও মোহাম্মদ নূর-এ আলম, প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌসী, ইন্সট্রাকটর বদরে মিল্লাত, উপজেলা দুপ্রক সহ-সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
এছাড়া, মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্যরাসহ শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্হিত ছিলেন।