দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি বাজার ও বন্দর এলাকায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধেঢাকা বিরিয়ানি হাউজ ও লিজামনি হোটেলে নামে দুই হোটেলকে১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম
ইউএনও মোহাম্মদ নূর-এ আলম জানান, বাংলাহিলি বাজার ও স্থলবন্দর এলাকার হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করার অভিযোগ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ঢাকা বিরিয়ানি হাউজ ও স্থলবন্দর এলাকার লিজামনি হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ঢাকা বিরায়ানি হাউজের মালিককে তিন হাজার টাকা ও লিজামনি হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এ দুই জন ব্যবসায়ীকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।