দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে ডেঙ্গু প্রতিরোধে জনগনের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও মশক নিধন কার্যক্রম শুরু করেছে হাকিমপুর (হিলি) পৌরসভা। মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরমেয়র জামিল হোসেন চলন্ত। এসময় পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ইতোমধ্যেই হিলিতে দুজন ব্যাক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি উদ্বেগজনক হওয়ায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সচেতনতা মূলক এই লিফলেট বিতরণ ও মশক নিধণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এছাড়াও মাইকিংয়ের মাধ্যমে সকলকে সচেতন করা হচ্ছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি ডেঙ্গুর লার্ভা যাতে জন্ম নিতে না পারে সেজন্য বাড়ির আশেপাশে যেন কোন ধরনের পানি জমে না থাকে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।