হিলিতে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্ভাবনী ধারনা,আলোচনা সভা ও পুরস্কার বিত

হিলিতে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্ভাবনী ধারনা,আলোচনা সভা ও পুরস্কার বিত

দিনাজপুর হিলি প্রতিনিধি
‘মোঃওয়াজ কুরনী

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে উদ্ভাবনী ধারণা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, ভ্যাটেনারী সার্জন, আই সিটি অফিসার মোছাঃ জান্নাতুন ফেরদৌসী, সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, পল্লী উন্নয়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, একাডেমিক সুপার ভাইজার শিক্ষা সাখাওয়াত হোসেন, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা থেকে তৈরি প্রেজেন্টেশন (ট্রপিক্স) গুলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে বড় পর্দায় দেখান এবং নিদিষ্ট সময়ের মধ্যে উপস্থাপন করেন। পরবর্তীতে ৫ জন বিচারক মন্ডলীর সুচিন্তিত মতামতের ভিত্তিতে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় ডলি মেমোরিয়াল স্কুল।
আলোচনা সভা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের সান্তনা পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *