দিনাজপুর হাকিমপুর প্রতিনিধ
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে ৯ম শ্রেনীতে পড়ুয়া পনের বছর বয়সি এক কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে স্বামীর বাড়িতে না পাঠানোর মুচলেকা নেওয়া হয়েছে মেয়ের বাবার কাছ থেকে।
শনিবার (১৫ জুলাই) দুপুরে হিলির আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সহ স্থানীয়রা উপস্থিতি ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, হিলির আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামে ৯ম শ্রেনীতে পড়ুয়া পনের বছর বয়সি এক কিশোরীকে বাল্যবিবাহ দেওয়া হয়েছে। গোপনে এমন খবর পেয়ে আজ সেখানে অভিযান চালানো হয়। এসময় মেয়ের বাবা ঘটনার সত্যতা স্বীকার করায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মেয়েকে বাড়িতে নিয়ে আসবেন ও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে স্বামীর বাড়িতে পাঠাবেন না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।