দিনাজপুর হাকিমপুর প্রতিনিধ
মোঃ ওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুর হিলিতে 'বিজ্ঞান ও প্রযুক্তি নৈতিকতা; এক সুত্রে গাঁথা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুইদিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ নভেম্বর, বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলা ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছেন।
প্রধান অতিথি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত স্টলগুলো পরিদর্শন করেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন, কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, ওসি আবু সায়েম মিয়া, বিআরডিপি অফিসার গোলাম রব্বানী, সহকারী কৃষি অফিসার আরজেনা বেগম, বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোস্তফা কামাল, গোহাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনে, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন জানান, দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে ২৪টি স্টলের মাধ্যমে তাদের নতুন উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শনের ব্যবস্থা করেছে। দুইদিন ব্যাপী প্রদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করা হবে। আগামী দিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিস্কার করতে পারবে বলে আশা করছি।