হিলিতে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

হিলিতে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী

দিনাজপুরের হাকিমপুর হিলিতে সরাসরি কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর বারোটায় হিলি খাদ্যগুদাম চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে হাকিমপুর হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মোঃ শহিদুর রহমান নামে কৃষকের নিকট থেকে এক টন ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় সেখানে ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: আরজেনা বেগম, খাদ্য অফিসার মঈন উদ্দিন, হিলি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা, খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, কৃষকলীগের সাবেক সভাপতি জনার্দন চন্দ্র, মিলার ব্যবসায়ী গনেশ চন্দ্র, বাবুল মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

এবিষয়ে হিলি খাদ্য গুদাম কর্মকর্তা জোসেফ হাসদা জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৭৭২ মেট্রিক টন ধান ৩২ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে। এছাড়াও ৩১৯ মেট্রিক টন চাল ৪৫ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *