দিনাজপুর হাকিমপুর প্রতিনিধ
মোঃ ওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পৌর সভার ৯টি ওয়ার্ড নিয়ে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) বিকেলে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে হাকিমপুর হিলি পৌর সভার আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়।
ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, ৪নং ওয়ার্ড কমিশনার দুলাল হোসেন ও ৬নং ওয়ার্ড কমিশনার এস্তেদুল হকসহ আরও অনেকে।
পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, করোনাকালিন বিভিন্ন খেলাধূলা থেকে আমরা একটু দূরে ছিলাম। যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে প্রতি বছরের ন্যায় আজ মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ খেলায় পৌর সভার ৯টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় ৪নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ড অংশগ্রহণ করে। নির্ধারিত সময় শেষে ৪-০ গোলে ৪নং ওয়ার্ড জয় লাভ করেছে।