দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
১২ মে, রবিবার হাকিমপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, বোয়ালদাড় ইউনিয়ন আ. লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিশ্ব মা দিবস উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক আশরাফুল ইসলাম।