হিলিতে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

হিলিতে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

মোঃওয়াজ কুরনী
দিনাজপুর প্রতিনিধি

শিক্ষকের কন্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়ার মধ্যে দিয়ে শিক্ষক দিবস- ২০২৪ পালিত করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালী শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন।

হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: লায়লা ইয়াসমিন।

আরও উপস্থিত ছিলেন, থানা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহমুদুন্নবী  একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ, অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মোঃ সাদেক আলী, হাকিমপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ সেলিম রেজা, রিকাবী চকচকা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী, পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক সেলিম রেজা, বিশাপাড়া আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আঃ কুদ্দুস, রিকাবী হাইস্কুলের প্রধান শিক্ষক আঃ হাদি মিয়া, কন্দরপুর দাখিল মাদ্রাসার সুপার হাফিজু ডাঙ্গাপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: লায়লা আরজুমান, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি আরা, প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষক গোলাম রব্বানী, মাহমুদুর রহমান, মনিরুজ্জামান, আজিনুর রহমান সহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা ‘শিক্ষা জাতির মেরুদণ্ড’ আর শিক্ষক ছাড়া কোন দেশে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয় তাই বর্তমানে শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয় করণ করার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোড় দাবি জানান। সেই সাথে বর্তমানে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ও ২৫% উৎসব ভাতার বৈষম্য দূরীকরণের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোড় দাবি করেন। আলোচনা সভা শেষে বর্তমান সরকারের সকল উপদেষ্টা সহ সারাদেশের শিক্ষা সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *