দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) হাকিমপুর পৌরসভার (১,২,৬) নং ওয়ার্ডের টিসিবি পণ্য হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন।
টিসিবি পণ্য নিতে আসা আজিরম বেগম বলেন, বর্তমানে বাজারে সব জিনিসের দাম বেশি। এমন সময় বাজার মূল্যর চেয়ে কম বা স্বল্প মূল্য এসব টিসিবির পণ্য পেয়ে আমরা খুবই খুশি। এতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য খুবই সুবিধা।
এসময় তদারকি অফিসার উপজেলা মৎস্য অফিসের ক্ষেব্র সহকারী মোঃ কামাল হোসেন, পৌরসভার প্রধান প্রকৌশলী আব্দুর রাজ্জাক, টিসিবির পণ্য বিক্রেতা ডিলার আলম হোসেন ও বিক্রয় কর্মীরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ও জেলা প্রশাসক মহোদয় এর পরামর্শ ক্রমে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫শ ৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা প্যাকেজে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ২ লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে।
ফ্যামিলি কার্ডধারীরা পৌরসভার টিসিবি পণ্য হাকিমপুর সরকারি কলেজ মাঠ থেকে এবং উপজেলার তিনটি ইউনিয়নের টিসিবি পণ্য ইউনিয়ন পরিষদ চত্বর থেকে পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন। টিসিবি পণ্য বিক্রয় সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্রতিটি পয়েন্টে আলাদা আলাদা তদারকি অফিসার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।