দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (০৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য সমবায় র্যালি বাহির করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য বৃন্দ অংশ গ্রহণ করেন।
এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার (অতিরিক্ত) প্রদীপ কুমার সরকার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সদস্য সাদুড়িয়া মৎস্য সমবায় সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, হাকিমপুর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক হরিপদ চন্দ্র রায়, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, ছাত্রনেতা মহিউদ্দিন মারুফসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য বিষয়ে ব্যাপক আলোচনা করেন এবং আগত সমিতির সদস্যদের সঠিক নিয়ে সমবায় সমিতি চালু রাখার পরামর্শ দেন। সেই সাথে সময়মত সরকারি ঋন সমিতিগুলোতে বিতরণ করা হবে বলে আশ্বাস