হাকিমপুর থানা প্রতিনিধ
মোঃ ওয়াজ কুরনী
শীতকালীন আগাম জাতের আলু। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। বাজারে নতুন আলু দেখে কিনছেন অনেক ক্রেতা।
শনিবার (১৯ নভেম্বর) হিলি সবজি বাজারগুলো ঘুরে দেখা যায়, আগাম জাতের আলু বাজারে সরবরাহ কম। হাতে গোনা কয়েকটি দোকানে আগাম জাতের এ আলু তোলা হয়েছে। তবে পুরাতন আলু বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
বাজারে পুরাতন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা দরে। আর নতুন আলু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। এছাড়া পাঁচবিবি ও বিরামপুর হাটে পাইকারি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। দাম নাগালের মধ্যে না থাকলেও শখের বশে অনেকেই কিনছেন এই নতুন আলু।
হিলি বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, সবজি কিনতে আসছি। আলু তো প্রায় সব তরকারিতেই খেতে হয়। পুরাতন আলু কিনতে গিয়ে দেখি নতুন আলু উঠেছে। দাম তো অনেক বেশি, তবুও শখ করে আধা কেজি ৬০ টাকা দিয়ে কিনলাম।
আরাফাত হোসেন নামে এক ক্রেতা বলেন, নতুন আলুর স্বাদই আলাদা। কেবল বাজারে ওঠা শুরু হয়েছে। দাম বেশি তবুও ১২০ টাকা দিয়ে ১ কেজি কিনলাম।
হিলি বাজারে সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, আজকে প্রথম নতুন আলু দোকানে তুলেছি। পাঁচবিবি থেকে ১০০ টাকা কেজি দরে পাইকারি কিনে এনেছি। দাম বেশি হলেও অনেকেই কিনছেন। বাজারে সরবরাহ বৃদ্ধি পেলে এক সপ্তাহের মধ্যে দাম কমে যাবে।