দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি খাসমহল হাট ও বাজারে কর্মরত দোকান কর্মচারীরা তাদের সাপ্তাহিক ছুটির দাবিতে আন্দোলন শুরু করেছেন। তারা প্রতি শুক্রবার সারাদিন দোকান বন্ধ রাখার জন্য সাপ্তাহিক ছুটি চেয়ে সোমবার (০৯ সেপ্টেম্বর) একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পৌর প্রশাসক, থানার অফিসার ইনচার্জ (ওসি), এবং বাংলাহিলি হাট ও বাজার ব্যবসায়ী সমিতির দপ্তরে জমা দিয়েছেন।
খাসমহল হাটের কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা এই বাজারে কর্মরত আছেন এবং কঠোর পরিশ্রম করে দোকান মালিকদের সহযোগিতা করে যাচ্ছেন। যদিও দেশের অন্যান্য পৌর মার্কেটগুলোতে সপ্তাহে একদিন দোকান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে, তবে বাংলাহিলিতে সেই নির্দেশনা মানা হচ্ছে না। ফলে প্রতি শুক্রবার জুমার নামাজের আগে পর্যন্ত তাদের দোকান খোলা রাখতে বাধ্য করা হয়।
এই পরিস্থিতি তাদের সামাজিক ও ধর্মীয় জীবনকে প্রভাবিত করছে। তারা জানিয়েছেন, শুক্রবার আধাবেলা ছুটি থাকার পরেও দোকান মালিকদের চাপে সেই সময়টাও তারা ঠিকমতো উপভোগ করতে পারেন না। পরিবারকে সময় দেওয়া, সামাজিক অনুষ্ঠান বা ব্যক্তিগত চিকিৎসার জন্য সময় বের করা তাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
দোকান কর্মচারীদের দাবী, তাদের প্রতি শুক্রবার সারাদিন ছুটি দিতে হবে। এই বৈষম্যের অবসান না হলে তারা আন্দোলনের পথে হাঁটবেন এবং বাজারের সকল কর্মচারী একসাথে শুক্রবার সারাদিন দোকান বন্ধের দাবিতে কর্মসূচি গড়ে তুলবেন।
এ বিষয়ে খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী বলেন, “বাজারের কর্মচারীরা সাপ্তাহিক ছুটির জন্য আবেদন জমা দিয়েছেন। আমরা এই বিষয়ে বাজারের দোকান মালিকদের সাথে আলোচনা করবো এবং সমিতির মাধ্যমে একটি সমাধানের চেষ্টা করবো।”
এই ঘটনায় স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে কর্মচারীদের দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন, যেখানে কেউ কেউ বাজারের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে, কর্মচারীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রসঙ্গত, সাপ্তাহিক ছুটি প্রদান শ্রম আইন অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ছুটি পেলে কর্মচারীরা তাদের পারিবারিক ও সামাজিক জীবনকে সুস্থভাবে পরিচালনা করতে পারবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা।