লোহিত সাগরের ইয়েমেন উপকূলে গত রোববার একটি কার্গো জাহাজ আটক করে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তাদের দাবি, ইসরায়েলের সম্পৃক্ততা থাকায় জাহাজটি আটক করা হয়েছে। এর আগে ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলি জাহাজ আটকের ঘোষণা দিয়েছিল তারা।
‘গ্যালাক্সি লিডার’ নামের ১৮৯ মিটার দীর্ঘ একটি গাড়ি বহনকারী কার্গো জাহাজ। এটি তুরস্ক থেকে ভারতে যাচ্ছিল। এ সময় ছোট আকারের স্পিডবোট ও হেলিকপ্টারের মাধ্যমে হুতি যোদ্ধারা জাহাজটি আটক করেন। পরে জাহাজটি ইয়েমেনের হোদেইদা বন্দরে নিয়ে যাওয়া হয়।
জাহাজটি আটকের সময় কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। বেসামরিক জাহাজটি নিরপেক্ষ দেশগুলোর মধ্যে চলাচল করছিল। এরপরও এ ঘটনায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সর্বশেষ সংঘাতে মারাত্মক উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে।
সবচেয়ে খারাপ পরিস্থিতি যেটা হতে পারে, এ ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করতে পারে।