ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান এর বিশেষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব নাদিয়া ফারজানা এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই/মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এএসআই/ইমাম উদ্দিন রাজু ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১০/০১/২০২২ ইং তারিখ ১৯.৪৫ ঘটিকার ফেনী পরশুরাম মডেল থানাধীন ৪নং বক্স মাহামুদ ইউনিয়নস্থ বক্স মাহামুদ বাজারের মাদ্রাসা রোডের সামিয়া মোবাইল সার্ভিসিং দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ সাদ্দাম @ ইউসুফ (২১), পিতা-মোহাম্মদ বাবুল মিয়া, মাতা-আয়েশা সিদ্দিকা, সাং-দক্ষিণ কেতুরাঙ্গা আব্দুল আলীর বাড়ি, ৭নং ওয়ার্ড, ৪নং বক্স মাহামুদ ইউনিয়ন, থানা-পরশুরাম, জেলা-ফেনী, ২। মোঃ ফরিদ (২৩), পিতা-মৃত চান মিয়া, মাতা-ফিরোজা বেগম, সাং-দক্ষিণ মোহাম্মদপুর, রং মিস্ত্রি ফকির বাড়ি, ৮নং ওয়ার্ড, ৪নং বক্স মাহামুদ ইউনিয়ন, থানা-পরশুরাম, জেলা-ফেনী-দ্বয়কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১২(বারো) বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী পরশুরাম মডেল থানায় মামলা রুজু করা হয়।