-১৩ নং দক্ষিণ দিগলদী ইউনিয়ন পরিষদের মহামান্য রাষ্ট্রপতি শফিকুল ইসলাম—

-১৩ নং দক্ষিণ দিগলদী ইউনিয়ন পরিষদের মহামান্য রাষ্ট্রপতি শফিকুল ইসলাম—

★শফিকুল ইসলাম এই ভদ্রলোক দক্ষিণ দিগলদী ইউনিয়ন পরিষদের সচিব। যাকে কিনা শুধু একটা ইউনিয়ন পরিষদের সচিব বললে ভুল হবে তার বেশ গুসা ও কথাবার্তার মুড ছিল সরকারের কোন একটা মন্ত্রণালয়ের সচিবের মতই। একটা ইউনিয়ন পরিষদে সর্বদাই গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের চলাচল থাকে আর তিনি ছিলেন ওই সমস্ত সাধারণ মানুষের ভরসার স্থল। কিন্তু মাফিয়া চেয়ারম্যান স্বপনের বিশ্বশতো হওয়ায় হয়ে ওঠেন দ্বিতীয় স্বপন চেয়ারম্যান।

★দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদে তার প্রভাব ছিল অতুলনীয়। সাধারণ মানুষ তার কাছে জন্মসনদ,নাগরিকত্ব সনদ সহ ইত্যাদি। মূল্যবান সার্টিফিকেটের জন্য তার দ্বারস্থ হলেই তিনি মুখ দেখে কাদিম করতেন একটা পেপারস এর জন্য খেটে খাওয়া মানুষগুলোকে দিনের পর দিন পরিষদের বারান্দায় বারান্দায় ঘুরাতেন এই সচিব। তার সাথে সবাই কথা বলার সাহসও রাখতেন না কারণ তিনি ছিলেন খুব বদ মেজাজি এই শেষ বয়সে এসেও।

★শফিকুল ইসলাম ( সচিব) আপনাকে বলব ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে নিয়ে যেভাবে খেলা করতেন। এটা কখনোই কাম্য ছিল না আপনি ছিলেন গ্রামের অশিক্ষিত মানুষদের ভরসার স্থল। কিন্তু মাফিয়া চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে আপনি যা করেছেন নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে বিচারের মুখোমুখি করবে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *