ও রাজনীতি নেতার প্রজেক্ট বৃষ্টির পানিতে বেঁচে যাচ্ছে মাছ সবাই পরিশ্রমিক নেতা জন্য দোয়া করবে।
সাধারণ জনগণের মত নিজে একজন পরিশ্রমী নেতা তিনি হাজারো কর্মী গড়ার কারিগর ঠিক একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে দিনমজুরি শ্রমিকের মত নিজে পরিশ্রম করে যাচ্ছে।
এভাবে নিজের দিনরাত পরিশ্রম করে জনগণের সেবা করে যাচ্ছে তিনি কখনো অন্যায় কাছে মাথা নত করে নাই।যেখানে থাকবে অন্যায় সেখানে থাকবে সোহেল মেম্বার,
দিঘলী ইউনিয়নে একটি আলোচিত মুখ যার কথা না বললে নয় সে তো মোদের আর কেউ নয় দুঃখে সুখে যাকে পাই সে তোমাদের সোহেল মেম্বার।
তাকে শুধু রাজনীতির নেতা হিসেবে দেখলে হবে না পরিশ্রমিক নেতা মনে করতে হবে,সবাই তার মাছের প্রজেক্ট জন্য দোয়া করবেন।