বিচ্ছিন্ন হবার হুমকি দিয়েছিলেন কাগমারী সম্মেলনে। সেদিন ভাসানী ভারতের দালাল অপবাদ কুড়িয়েছিলেন এবং রাজনৈতিক খেলায় সোহরাওয়ার্দী-মুজিবের কাছে হেরে গিয়েছিলেন। এরপর রাজনৈতিক কর্মসূচি হিসাবে প্রথম স্বাধীন পূর্ব পাকিস্তানের কথা বলে গোপন ও নিষিদ্ধ পার্টি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)। তারপর একে একে সবকয়টি তথাকথিত পিকিংপন্থী পার্টি স্বাধীন বাংলার দাবি উচ্চারণ করেছে মিছিলে। ১৯৭০ এর ২২ এপ্রিল প্রকাশ্য জনসভায় ছাত্র ইউনিয়নের (মেনন গ্রুপ) নামে ডাকা সভায় স্বাধীন বাংলার ডাক দেওয়া হল। তারপর ১৯৭০ এর ২৩ নভেম্বর ভাসানী প্রকাশ্য জনসভায় স্বাধীনতার ডাক দিলেন। এরপর ভাসানী যে কয়েকটি জনসভা করেন সর্বত্র তিনি একই স্লোগান তুলেছিলেন, ‘স্বাধীন পূর্ব পাকিস্তান।’ তাঁর ডাক সাড়া জাগিয়েছিল। কারণ জনগণও স্বাধীনতা চাচ্ছিল।