মন ২৩ কেজি ওজনের বিশাল শাপলা পাতা মাছ। মাছটি বরিশালের মোকামে ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়। মৎস্য বিভাগ থেকে জানা যায় এতো বড় শাপলা পাতা মাছ আগে কখনো ধরা পরেনি।
সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের জেলে সাইদুল ইসলামের জালে এ বড় মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলেরা ধারণা করছে জোয়ারে সাগর থেকে মাছটি নদীতে ভেসে এসেছে। আগে কখনো এরকম বড় মাছ ধরা পরেনি বলে লোকজন দেখার জন্য ঘাটে ভির জমিয়েছে। মাছটি বরিশালের এক আড়তে বিক্রি করে দেওয়া হয়।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আকতার বলেন, জেলে সাইদুলের জালে মাছটি ধরা পরে। মাছটি ৬ মন ২৩ কেজি ওজনের ছিল। পরে বরিশালের এক আড়তে মাছটি ৫৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।
জেলে সাইদুল বলেন, ভোলার সদরের রাজাপুর এলাকায় মেঘনা নদীতে মাছ শিকারে জাল ফেলি। একপর্যায়ে ভারী কোনো বস্তু জালে আটকে পড়েছে বুঝতে পেরে স্থানীয় অন্যান্য জেলেদের সহযোগিতায় শাপলা পাতা মাছটি টেনে তুলেনেই। পরে বরিশালের আড়তে বিক্রি করে দেই।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লা বলেন, শাপলা পাতা একটি সামুদ্রিক মাছ। জোয়ারের কারণে মাছটি সাগর থেকে নদীতে ছলে আসে। পরে জেলে সাইদুলের জালে মাছটি ধরা পরে। বাজারে শাপলা পাতা মাছের অনেক চাহিদা রয়েছে। এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়রা হাউস মাছ ও বলে থাকে। এই মাছের আসল নাম হচ্ছে ফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলা পাতা মাছ নামেই বেশি পরিচিত।