৮ দিন পর টাঙ্গাইল-দেলদুয়ার রুটে যানবাহন চলাচল শুরু

৮ দিন পর টাঙ্গাইল-দেলদুয়ার রুটে যানবাহন চলাচল শুরু

টাঙ্গাইল-দেলদুয়ার প্রধান আঞ্চলিক সড়কের দুল্যা নামক স্থানে ভেঙে পড়া বেইলি ব্রিজটি মেরামত শেষে ৮ দিন পর এই রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে এই সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর রাতে টাঙ্গাইল-দেলদুয়ার প্রধান আঞ্চলিক সড়কের দুল্যা নামক স্থানে বালুবাহী একটি ট্রাক বেইলি ব্রিজ পার হওয়ার সময় সেটি ভেঙে ট্রাকসহ পানিতে পড়ে যায়। এরপর থেকেই এই রুটে যানবাহন চলাচল বন্ধ ছিল। সাধারণ মানুষ এই স্থানটুকু ছোট ছোট নৌকাযোগে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়েছে। ভেঙে পরার পরদিন শনিবার দুপুর থেকে বেইলি ব্রিজটি সংস্কারের কাজ শুরু হয়।

আটদিন পর ব্রিজটি খুলে দেওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সাথে দেলদুয়ার উপজেলার ৫টি ইউনিয়ন, নাগরপুরের দক্ষিাণাঞ্চল ও মির্জাপুরের পশ্চিাঞ্চলের সরাসরি যোগাযোগ শুরু হয়েছে।

এ পর্যন্ত ব্রিজটি চারবার ভেঙে পড়েছে। এই স্থানে নতুন করে কংক্রিটের নুতন ব্রিজ নির্মানের দাবি জানান এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *