অবশেষে আটক হলো

অবশেষে আটক হলো

মোঃ নাজিমউদ্দীন স্টাফ রিপোর্টার জোরজুলুম করে ৫ টাকার স্থলে ১০ টাকা টিকিট নেওয়া ইলিশা লঞ্চ ঘাটের সেই জুলুমবাজরা।
আজ ০৯-০৫-২০২২ খ্রি: ১২:০০( দুপুরে) ঘটিকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (জেলা এনএসআই) ভোলা এর তথ্য ও প্রত্যক্ষ অংশগ্রহণে ‘ইলিশা লঞ্চ ঘাটে’ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে, ঘাট টিকেট জাতীয় প্রতীক সরকার নির্ধারিত ৫ (পাঁচ) টাকার স্থলে ১০ (দশ) টাকা নেওয়ার অপরাধে কাউন্টার ম্যান ‘মোঃ লিটন(২৮), পিতা- মৃত বাচ্চু মাতুব্বর, সাং- রাজাপুর, ২ নং ওয়ার্ড, তালুকদার হাট, ভোলা সদর, ভোলা’কে ০৭ (সাত) দিনের জেল ও ঘাট ইজারাদার’কে নগদ ২০,০০০/- (বিশ হাজার টাকা) জরিমানা করা হয়। ঘাট ইজারাদার এর পক্ষে তার প্রতিনিধি ‘জনাব ফারুক আহমেদ’ পরবর্তীতে বাড়তি টিকেট ফি আদায় করবে না মর্মে মুচলেকা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট জনাব সালেহ আহমেদ, সাথে ছিলেন গৌতম গুহ।©

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *