ডুগডুগীহাট কেন্দ্রীয় জামে মসজিদের এসির যন্ত্রপাতি চুরি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার

ডুগডুগীহাট কেন্দ্রীয় জামে মসজিদের এসির যন্ত্রপাতি চুরি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার


ডুগডুগীহাটে গতকাল ডুগডুগীহাট কেন্দ্রীয় জামে মসজিদের এসির যন্ত্রপাতি চুরি হয়েছে । কে বা কারা বুধবার দিবাগত রাতের কোনো এক সময়

মোট ১৩ টি এসির মধ্যে ৮ টির সংযোগের তামার পাইপ ও সকেট চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা হবে।

২১/১০/২০২২ তারিখ (বৃহস্পতিবার) যোহর নামাজের পর মসজিদের মুয়াজ্জিন চুরির এ ঘটনা মসজিদের সভাপতি আলহজ আঃ ওহাব মোল্লা সহ উপস্থিত মুসল্লীদের জানান।


মুয়াজ্জিন ওমর ফারুক বলেন, আমি যোহর নামাজের আজান দিতে এসে দেখি মসজিদের উত্তর পার্শ্বের এসির সংযোগের তামার পাইপ ও সকেট নাই। তখন আমি চেক করে দেখি মোট ১৩

টি এসির ৮ টির সংযোগ তামার পাইপ ও সকেট কে বা করা চুরি করে নিয়ে গেছে । তাৎক্ষণিক আমি ঘটনাটি মসজিদের সভাপতি আলহজ আঃ ওহাব মোল্লা সহ ও উপস্থিত মুসল্লীদের অবগত করি।

মসজিদের সভাপতি আলহজ আঃ ওহাব মোল্লা
বলেন, মসজিদে চুরির ঘটনা দুঃখজনক। প্রায় ১০ হাজার টাকা মসজিদের ক্ষয়ক্ষতি হলো।


আমি ঘটনাটি ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন বরবো। হাকিমপুর থানা প্রতিনিধি মো:ওয়াজ কুরনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *