ভোলা সদর ভোলা ৮নং পৌরসভাগাড়ীচালক
নুরুজ্জামান নবীপুর গাউসুল আজম বান্ডার শরিফ মা বিলাসি বেগম,এই অাস্তানায় দীর্ঘ ১২বছর খেদমত করার পরে, পীরের কাছে টাইটেল পেলো,তার পীর সাহেব তাকে দেশে গিয়ে ইসলাম প্রচার কর,, আল্লাহ্ রাসুলের দিনের প্রচার কর, ওলী আউলিয়ার প্রচার করার জন্য,তার নিজ বাড়ির আস্তানায় মিলাদ মাহফিল করতে বলেছে, তার পীরের কথা মেনে,
নিজ আস্তানায় মিলাদ মাহফিলের আয়োজন করেন,
মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, তোসির ভোলা , এবং রফিক বয়াতি, অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাবাজার