রিকশা চালকের মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে।
গর্ব করে বলে আমার বাবা রিকশা চালিয়ে আমার পড়াশোনা চালিয়েছেন।
কী সহজ-সরল স্বীকারোক্তি!! কী অসাধারণ মানবিক গুণ নিয়ে জন্মগ্রহণ করা একটি মেয়ে। পিতা-মাতাকে স্যালুট!
''রিকশা চালিয়ে বাবা চাল নিয়ে আসতেন দুপুরে, ভাত খেতাম সন্ধ্যায়, ক্লান্ত শরীরে রাতে পড়তে পারতাম না। পড়তে হতো ভোরে।''
সুন্দর ও নির্মল আগামীর প্রত্যাশা করি এমন মেধাবী তারুণ্য প্রতি প্রাণের সন্তানকে…. ❤️
এমবিবিএস ভর্তি পরিক্ষায় মেডিকেল-এ চান্স পেয়েছে সাদিয়া আফরিন…
অনেক দোয়া এবং শুভকামনা মা-মনি।।
এই অদম্য মেধাবীর জন্য অসীম শুভকামনা
🌿অ নে ক দোয়া রইলো সংগ্রামী পিতা এবং অদম্য মেধাবী কন্যার জন্য।🌿