দৈনিক সত্যের খোঁজে আমরা
১ এপ্রিল শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫।
মালিবাগ হোসাফ টাওয়ার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।
মীর শাহাবুদ্দিন টিপু ভোলা জেলার দৌলতখান উপজেলার মীর মোহাম্মদ হোসেন মাস্টারের ছেলে।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এরপর বিভিন্ন বীমা কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ঢাকাস্থ ভোলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অভিভাবক ছিলেন এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের/ পরিষদের সদস্য ছিলেন।