জয়পুরহাটে বিডিআরের ৩ দফা দাবিতে সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

জয়পুরহাটে বিডিআরের ৩ দফা দাবিতে সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানাসহ সারাদেশে চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পূনর্বাসন পূর্বক চাকুরীতে পুনঃবহাল ও জেল বন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তিসহ ৩ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টে চাকুরীচ্যুত বিডিআর, জেলবন্দি বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদের ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট জজ আদালতের এডভোকেট আব্দুল মোমিন ফকির, জয়পুরহাট বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি হাসিবুল ইসলাম সানজিদ, বিডিআর নায়েব সুবেদার নুরুল ইসলাম, হাবিলদার বীর মুক্তিযোদ্ধা আবেদ হোসেন ও বন্দি বিডিআর রেজাউল করিমের ছেলে মোঃ নোমান।

মানববন্ধনে বক্তারা স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য ঘটনা উদঘাটন ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *