চীনের হ্যপেই প্রদেশের

চীনের হ্যপেই প্রদেশের

শহরে ঐতিহ্যিক ঘুড়ি তৈরির হস্তশিল্প ব্যাপক প্রচলিত। এ অঞ্চলে ঘুড়ি বানানোর ইতিহাস দুই হাজার বছরের পুরানো। ঈগল আকারের ঘুড়ি এর মধ্যে একটি। বাঁশ ও কাগজ দিয়ে তৈরি ঈগলের ঘুড়ি আসল ঈগলের মতোই প্রাণবন্ত। স্থানীয় ঘুড়ি হস্তশিল্পী হুয়াং বাও কুও ছোটবেলা থেকে পিতার কাছ থেকে ঘুড়ি বানানোর পদ্ধতি শিখেছেন। তাঁর আঁকা ও তৈরি করা ঈগলের ঘুড়ি অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *