বন্দরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

বন্দরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

বন্দর প্রতিনিধিঃ বন্দরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আকাশ আহমেদ (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মঙ্গলবার ৪ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে নাসিক ২৪ ওয়ার্ডের বক্তারকান্দি তাঁর নিজ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বন্দর পুলিশ ফাঁড়ি পুলিশ।

নিহত ওই যুবক জিরতলী বেগমগঞ্জ থানার বাবুপুর বাংলাবাজার গ্রামের মোহাম্মদ আব্দুর রবের ছেলে। বর্তমানে নাসিক ২৪নং ওয়ার্ডের বক্তারকান্দি আমিরাবাদ এলাকার মুন্সি বাড়িতে ভাড়া বাসা নিয়ে থাকতেন।

বন্দর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (এস আই) আরিফ বলেন, খবর পেয়ে দুপুর বারোটায় দিকে বক্তারকান্দি আমিরাবাদ এলাকায় গিয়ে দেখি ঘরের আড়ার সাথে ঝুলে আছে আকাশ নামে এক যুবক। পরে ঝুলন্ত অবস্থায় এলাকাবাসী সহযোগিতা লাশটি উদ্ধার করি।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই ব্যক্তি পেশায় অটোরিকশা চালক ছিলেন। গতরাতে ২টা থেকে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে বাগবিতণ্ডা হয়। সেই কারণে এমন ঘটনা ঘটিয়েছে আকাশ। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে মর্গে নিয়ে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *