অভিষেক যাত্রায় আজ

অভিষেক যাত্রায় আজ

Adventure_6

থেকে ছেড়ে হিজলা হয়ে ঢাকার পথে রয়েছে এম. ভি. এ্যাডভেঞ্চার-৬, মেসার্স নিজাম শিপিং লাইন্স এর নবনির্মিত ক্যাটামেরান ভেসেল এম. ভি. এ্যাডভেঞ্চার-৬ নিয়মিত সকালে বরিশাল থেকে ছেড়ে হিজলা হয়ে ঢাকা চলাচল করবে এবং ঐদিন ই ফের দুপুরে ঢাকা থেকে বরিশাল হিজলার উদ্দেশ্যে ছেড়ে আসবে!

চলাচলের সময়সূচীঃ

  • বরিশাল থেকে সকাল – ৮ঃ৩০ ঘটিকা
  • হিজলা থেকে সকাল – ১০ঃ০০ ঘটিকা
  • ঢাকা থেকে দুপুর – ৩ঃ৩০ ঘটিকা
  • হিজলা থেকে রাত – ৮ঃ৩০ ঘটিকা

• ভাড়ার তালিকাঃ

  • ইকোনমি ক্লাস : ৬০০ টাকা (ঢাকা-হিজলা-ঢাকা)
  • ইকোনমি ক্লাস : ৭০০ টাকা (ঢাকা-বরিশাল-ঢাকা)
  • বিজনেস ক্লাস : ৯০০ টাকা (ঢাকা-হিজলা-ঢাকা)
  • বিজনেস ক্লাস : ১০০০ টাকা (ঢাকা-বরিশাল-ঢাকা)

সিঙ্গেল কেবিনঃ ১৫০০ টাকা
ডাবল কেবিনঃ ২৫০০ টাকা
ফ্যামিলী কেবিন (এ্যাটাচড্ বাথঃ) ৩০০০ টাকা

হিজলা লঞ্চ ঘাট থেকে এ্যাডভেঞ্চার-৬ কে ফ্রেমবন্দী করেছে জনাব খাইরুল ইসলাম!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *