জাফলং পর্যটকদের উপর হামলার মূল আসামি ২ জনকে আটক করেছেন পুলিশ,তাদের চেহারা-সুরত দেখে মনে হয় দুজনেই সন্ত্রাসী,এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলে,পর্যটকদের মনে আর কোনো ভয়-ভীতি থাকবে না।
পর্যটন এরিয়াতে নিরাপত্তাকর্মী হোক,স্থানীয় জনগণ হোক,পর্যটকদের সাথে ভালো ব্যবহার করবেন,কোন কিছু তারা ভুল করলে বুঝিয়ে-সুজিয়ে বলবেন, এলাকার লোক বলে কোন দাপট দেখানোর চেষ্টা করবেন না।
কারণ দেশের মধ্যে আইন আছে,অপরাধ করলে বাঁচার কোনো সুযোগ নেই,
আমি আবারও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সহকারী পরিচালক ও সীতাকুণ্ড উপজেলার প্রধান কার্যালয়ে পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে অনেক অনেক ধন্যবাদ জানাই।