বন্ধুদের সাথে নদীতে

বন্ধুদের সাথে নদীতে

গোসল করতে গিয়ে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় মো. আলিফ মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৩মে) সকালে বড়দিয়া ফেরীঘাটে এ ঘটনাটি ঘটে।

সে বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র এবং বড়দিয়া বাজারের বিশিষ্ট ডাক্তার ও চোরখালী গ্রামের ডাঃ আলাউদ্দিন মোল্যার ছেলে।

আলিফের বন্ধুরা জানায়, আলিফসহ তারা ৫ বন্ধু মিলে ওই দিন সকাল সাড়ে ১১ টার দিকে মধুমতি নদীর বড়দিয়া ফেরীঘাটে গোসল করতে যাই । এক পর্যায়ে আলিফ ঘাটের পল্টুনে উঠে নদীতে লাফ দেয়ার পর নদীগর্ভে হারিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে তল্লাশী শুরু করেছে। স্বজনদের পাশাপাশি খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদলও অংশ

উদ্ধার অভিযানে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোন সন্ধ্যান মেলেনি। এদিকে নিখোঁজ আলিপের বাবা বলেন, আমার ছেলে সাতার জানেনা, সে কেনো পল্টুন থেকে লাফ দেবে, হয়তো তার বন্ধুরা তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেছে।

নড়াগাতি থানার ওসি ( তদন্ত) আব্দুল গফুর বলেছেন, ঘটনাস্থলে নিখোঁজ আলিফকে উদ্ধারে কালিয়া ফায়ার সার্ভিস ও খুলনা ডুবুরী দল তল্লাশি চালাচ্ছে।পাশাপাশি নড়াগাতি থানা পুলিশের দুটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজের সন্ধ্যানে নদীতে তল্লাশী অব্যাহত রয়েছে।
ফাযার সার্ভিসের টিম লিডার সাইদুল ইসলাম জানান, স্রোতের কারণে ও জোয়ার ভাটার কারনে নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।আমরা আমাদের মতো চেষ্ট করছি।আমাদের উদ্ধার অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *