মোঃ সিদ্দিক পাটোয়ারী
বিশেষ প্রতিনিধিঃ-
গুরুতর আহত।
ভোলা জেলার দৌলতখান দিদারুল্লাহু ৪ নং ওয়ার্ডে মিয়ার হাট বাজারের উত্তর পাশে দাইমুউদ্দিন বেপারি বাড়ির জাকির গং এর কাছ থেকে ৪ শতাংশ জমি ক্রয় করেন আহত হওয়া আলামিনের পিতা মন্নান মিস্তিরি, ঘটনা সুত্রে জানাযায় সকালবেলা পুকুরের ঘাট দেওয়ার জন্য পুকুরে গেলে জাকিরের ভাই মোস্তাফা গং পারুল বেগম ও তার দুই ছেলে খোকন ও ছোটন বাধা দেয়, মন্নান মেস্তরি ও তার স্ত্রী শাহিনুর বেগম জাকির গং কে বিষয়টি জানায়, জাকির এসে শাহানুর বেগম কে বললেন আপনারা জমি কিনেছেন পুকুরের ঘাট অবশ্যই দিতে পারবেন, তারপর দুই ভাই মোস্তফা গং জাকির গং এর সাথে কথার কাটাকাটি হয়,
একপর্যায়ে মোস্তফা গম ও ছোটন খোকন ও পারুল বেগম ধারালো অস্ত্র দিয়ে জাকিরের মাথায় আঘাত করে, ওই সময়ের ভিতর আলামিন বাইক নিয়ে পাশে দিয়ে যায়, বাইকের উপর ধারালো অস্ত্র দিয়ে আলামিনের মাথায় আঘাত করে হাতে আঘাত করে, এবং তার মানিব্যাগ ও মোবাইল ছিনতাই করে, আহত মন্নান মেস্তরি ও শাহ নূর বেগম আলামিন দৌলতখান হাসপাতলে ভর্তি করানো হয়,
থানায় মামলার প্রস্তুতি চলছে।