ভোলায় আটক
ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইলিশা ফেরিঘাট থেকে ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার (১৬ মে) ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির উপপরিদর্শক সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে এ এসআই গুলজার, এ এসআই মাইনুল হোসেনসহ পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে ৬ কেজি গাজাসহসহ মোঃ শাহিন (২৮) নামে ১ মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ি মোঃ শাহিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ঘোলপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোঃ ওমর মিয়ার ছেলে বলে জানিয়েছেন পুলিশ।
ইলিশা ফাঁড়ির উপপরিদর্শক সিদ্দিকুর রহমান জানান মাদক ব্যবসায়ি মোঃ শাহিনের বিরুদ্ধে প্রচলিত আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মামলা প্রক্রিয়াধীন।