মোঃ নাজিমউদ্দীন স্টাফ রিপোর্টার ভোলা নতুন মসজিদ এলাকায় মালবাহী ট্রাকে টিনের চাপে নান্নু খলিফা (৫৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে) ভোরে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নতুন মসজিদ এলাকার সিয়াম স্টোর সামনে এ ঘটনা ঘটে। নিহত নান্নু খলিফা চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের মৃত শাহাজানের ছেলে।
উপজেলার বাংলাবাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, টিন বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে চরফ্যাশন উদ্দেশ্যে রাতে ভোলা ইলিশা ঘাটে আসেন। এসময় নিহত ওই বৃদ্ধ যাত্রী হিসেবে চরফ্যাশনে যাওয়ার উদ্দেশ্যে টিন বোঝাই ট্রাকে উঠে সামনের খালির জায়গায় ঘুমিয়ে যান। ট্রাকটি উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের বাংলাবাজার এলাকার নতুন মসজিদ সংলগ্ন সিয়াম স্টোরের সামনে পৌঁছলে ব্রেক দিলে ট্রাকে থাকা টিনের স্তুপ ছিটকে পড়ে টিনের চাপে ঘুমন্ত ওই বৃদ্ধের মৃত্যু হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।