শাহজালালের পুণ্যভূমিতে ভাসমান চাঁদ! আসাম থেকে ছুটে আসা তীব্র জোয়ারে ফুটফুটে শিশুর এই ভাসমান দৃশ্য অনেকের চোখের জল আটকাতে পারেনি। হযরত মুসা আ. এর সেই ঘটনার কথা মনে পড়ে গেল! কেমন ছিল নীল নদের সেই সোনালি দৃশ্য এবং মুহূর্ত? কে জানে কোন মায়ের কলিজার টুকরা! আল্লাহ তাঁকে মুসা নবীর উত্তরসূরী বানিয়ে দিন!
হে আল্লাহ! এই শিশুও তোমার দিকে চেয়ে আছে! তোমার কাছে তার মুক্তির আরজি আছে! তুমি তার চাহনি বুঝ! জানো তার মর্ম! হে আল্লাহ উদ্ধার করো তার জন্মভূমি প্রিয় সিলেট কে।