স্বপ্নের কবি ও   শেখ উজ্জ্বল

স্বপ্নের কবি ও শেখ উজ্জ্বল


যদি অাবার কোনদিন দেখা হয় তোমার সাথে,
অামি তোমার চোখে চোখ রেখে এক মিনিট পলকহীন
নিঃশ্বাসবন্ধ করে সরাসরি বলে্ই ফেলবো, অাই লাভ ই্উ।

যদি অাবার কোনদিন সুযোগ হয়-ফেসবুকের মেসেঞ্জারে
গভীর রাতে চ্যাট করার-শুদ্ধ ও অাঞ্চলিক ভাষাকে গুলিয়ে গায়ের মানুষের মত লাজ স্মরম ভুলে
বলেই ফেলবো”” তুমি মিশে অাছো নিঃশ্বাসে।

যদি কখনো ইমেইল চেক করার ছলে -দেখি তোমার চিঠি
বিশ্বাস করবে কিনা জানি না -নানান রঙের অক্ষর দিয়ে
দেশ বিদেশের ট্যাটু গেঁথে নির্লজ্জের মত লিখে দেবো
তোমায় অামি অনেক অনেক ভালবাসি।

অার যদি বিধাতা সুযোগ দেয় -তোমার সাথে মিলনের
ফুলের পাপড়ি বিছিয়ে বানাবো তোমার রঙিন গালিচা
রজনী গন্ধা থেকে সৌরভ নিয়ে ছড়িয়ে দেবো অাসার পথটা।
বলবো তোমায় –জীবনের শেষ স্বপ্নটাই তুমি।

লিখেছেন দৈনিক আজকের দুর্নীতি সম্পাদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *