ভোলায় এক মহিলার বসতঘর

ভোলায় এক মহিলার বসতঘর

ভাঙচুরের অভিযোগ।

মেহেদি হাসান ভোলা প্রতিনিধিঃ

ভোলা জেলার সদর থানার ভেলুমিয়া বাজারের উওর বাঘমারা এলাকায় মোছা কুলসুম নামের এক মহিলার বসত ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।

কুলসুম বেগম বেগম ঐ গ্রামের নাগর মিয়ার মেয়ে।

জানা যায়, ৬মে (শুক্রবার) শহিদুল জসিম, সুফিয়ান,নিজাম,আজম রাব্বি, আফছার,আবু কালাম সহ৭/৮জনের একদল সন্ত্রাসী এসে কুলসুমের বাড়িতে হামলা করে বসতঘর ভেঙ্গে গুরিয়ে দেয়।

এ বিষয়ে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজন আসামিকে আটক করে জেল হাজতে প্রেরন করেন।

ভুক্তভোগী কুলসুম বলেন,
ভোলা সদর থানার অফিসার ইনচার্জ…… বলেন,………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *