ভাঙচুরের অভিযোগ।
মেহেদি হাসান ভোলা প্রতিনিধিঃ
ভোলা জেলার সদর থানার ভেলুমিয়া বাজারের উওর বাঘমারা এলাকায় মোছা কুলসুম নামের এক মহিলার বসত ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।
কুলসুম বেগম বেগম ঐ গ্রামের নাগর মিয়ার মেয়ে।
জানা যায়, ৬মে (শুক্রবার) শহিদুল জসিম, সুফিয়ান,নিজাম,আজম রাব্বি, আফছার,আবু কালাম সহ৭/৮জনের একদল সন্ত্রাসী এসে কুলসুমের বাড়িতে হামলা করে বসতঘর ভেঙ্গে গুরিয়ে দেয়।
এ বিষয়ে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজন আসামিকে আটক করে জেল হাজতে প্রেরন করেন।
ভুক্তভোগী কুলসুম বলেন,
ভোলা সদর থানার অফিসার ইনচার্জ…… বলেন,………….